বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ অবৈধভাবে বাইরে বিক্রির সময় মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল (শনিবার) হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশের এ অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম দীপক দাশ (৫২)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
পুলিশ জানায়, চমেক হাসপাতালের কিডনী ওয়ার্ডের টেকনিশিয়ান কাওছার হোসেনের কাছ থেকে দীপক দাশ বিভিন্ন ধরনের ওষুধ ক্রয় করে বলে জিজ্ঞাসাবাদে সে জানায়। কাওছার প্রায় সময়ই তাকে হাসপাতালের ওষুধ সরবরাহ করে।
অভিযানে জব্দকৃত ইনজেকশনসহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধের প্যাকে লিখা রয়েছে ‘সরকারী সম্পত্তি ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ’। আটক দীপক দাশের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।