Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখে ঘুরতে এসে লাশ হয়ে ফিরল দুই যুবক

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা : পয়লা বৈশাখে মোটরসাইকেলে চার বন্ধু মিলে ঘুরতে এসে লাশ হয়ে ফিরল দুই যুবক।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশে মুনশুরপুর নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সৌরভ (২৫) নামের এক যুবক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিমন (২০) নামের আরো এক যুবকের মৃত্যু হয়।
নিহত সৌরভ গাজীপুর সদর উপজেলার মাধববাড়ি এলাকার সোলেমান হোসেনের ছেলে ও নিমন একই উপজেলার উত্তর ছায়াবীথি এলাকার শাকিল মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান নিহতের মা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাজীপুর সদর থেকে দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে ঘুরতে আসেন কালীগঞ্জ উপজেলায়। বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর নামক স্থানে বন্ধু নিয়নসহ সৌরভের বেপরোয়া গতির মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল-১৫-১৩২০) উত্তরা ফিলিং স্টেশনের পাশের একটি কালভার্টের পিলারের সঙ্গে আঘাত লাগে।
তিনি আরো জানান, নিহত সৌরভ গাজীপুর আজিম উদ্দিন কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি-এ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ