বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী জানান, তুচ্ছ বিষয় নিয়ে বুধবার সকালে হবিগঞ্জের বাসচালক জুনায়েদ মিয়ার সঙ্গে সিলেটের মিতালী পরিবহনের একটি বাসের চালকের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে ওই দিন দুপুরে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের বাসচালক জুনায়েদ মিয়াসহ কয়েকটি বাসের শ্রমিকদের মারধর করে মিতালী পরিবহনের শ্রমিকরা। এতে হবিগঞ্জের পাঁচ বাস শ্রমিক আহত হন। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জে বাস মালিকদের সংগঠন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান এ সড়ক পরিবহন নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।