Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বাবার হাতে ছেলে খুন

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : জেলার জয়দেবপুর থানায় খাইলকুর এলাকায় বাবার হাতে ছেলে খুন হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব হোসেন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজিবের বাবা খলিলুর রহমান প্রায়ই নেশা করতেন। এছাড়া তিনি তার বাসায় কয়েকজন খারাপ প্রকৃতির মেয়েকে বাসা ভাড়া দেন। এ নিয়ে তার সঙ্গে ছেলের কলহ হয়।
গত বুধবার রাতে ঝগড়ার এক পর্যায়ে খলিলুর রহমান তার ছেলের বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাজিব। ঘটনার পর থেকে বাবা খলিলুর রহমান পলাতক রয়েছেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ