Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমের কার্টনে ফেনসিডিল

চাঁপাই টু ঢাকা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 দেশে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানেও থেমে নেই মাদক বাণিজ্য। নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক সেবন, বহন ও পাচার করছে ব্যাবসায়ীরা। গতকাল তেমন এক অভিনব পদ্ধতিতে আমের কার্টনে করে ফেনসিডিল পাচারকালে রাজধানীর কল্যাণপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান আলী (৩২)। এ সময় তার কাছ থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ইমরান রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেহেরচÐি পূর্বপাড়া গ্রামের জামাত আলীর ছেলে বলে জানা গেছে।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ৮টার দিকে কল্যাণপুর বাস স্ট্যান্ডের কাছে মিজান টাওয়ারের সামনে অবস্থান নেয় র‌্যাব-২ এর একটি দল। এ সময় ঘটনাস্থল থেকে আমের কার্টনে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ১৩৮ বোতল ফেনসিডিলসহ ইমরানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, চাপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অধিক লাভের জন্য এসব ফেনসিডিল ঢাকায় আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা-ফেনসিডিলসহ সব ধরণের মাদক খুচরা ও পাইকারী বিক্রির কথা স্বীকার করে। উদ্ধারকৃত মাদকসহ ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল

১১ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ