Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেলগেট থেকে আটক

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৬:০৩ পিএম

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশাকে জেলগেট থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হলে ফতুল­া থানা পুলিশ তাকে আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। ফতুল­া থানা পুলিশ বিষয়টি প্রেস নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে।
আশাকে নির্দিষ্ট কোন মামলায় আটক করা হয়নি জানিয়ে ফতুল­া থানার এস আই কামরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে আশাকে পুনরায় আটকের ঘটনাকে নিন্দনীয় উলে­খ করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা সভাপতি আশার নিঃশর্ত মুক্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ