বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগে জাহানারা বেগম নামে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ছয় মাসের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে উপজেলা সহকারি কমিশনরি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান এ কারাদÐ প্রদান করেন। দÐপ্রাপ্ত জাহানারা ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইব্রাহিমপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, জাহানারা বেগমের বিরুদ্ধে ইব্রাহিমপুর গ্রামের সড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন একটি কড়ই গাছ কাটার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি গাছ কাটার অভিযোগ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদাÐ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।