Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে নির্মাণশ্রমিক আটক

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের এক আবাসিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত নুর হোসেন নামে এক নির্মাণ শ্রমীককে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দিলে হলের নির্মাণ কাজে থাকা প্রধান নির্মাণ মিস্ত্রির সহয়তায় রাত ১০ টার দিকে তাকে আটক করে মতিহার থানা পুলিশ। অভিযুক্ত নুর হোসেনের বাড়ি নগরীর জামিরা বেলপুকুর থানায়।
প্রতক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সোয়া ৪টার দিকে হলের ই বøকের তৃতীয় তলার একটি কক্ষের বেলকনিতে ভুক্তভোগী এক ছাত্রী শুকাতে দেওয়া কাপড় নিতে যান। এসময় হলের চতুর্থ তলা থেকে অভিযুক্ত নুর হোসেন তাকে ‘আপু আপু’ ডাকতে থাকে। ওই ছাত্রী তার কথায় সাড়া না দিয়ে তার রুমমেটকে বিষয়টি অবহিত করেন। পরে রুমমেটসহ তিনি আবার বেলকনিতে গেলে নুর হোসেন ‘বিবস্ত্র অবস্থায়’ তাদের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এসময় তাদের অশ্লীল-অশ্রাব্য ভাষায় মন্তব্যও করে অভিযুক্ত নুর হোসেন। ঘটনার একপর্যায়ে হলের অন্যান্য নির্মাণ শ্রমিকদের সহায়তায় সে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ