Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াসার পানিতে জন্ডিসের জীবাণু নেই -মেয়র নাছির

চসিকের তদন্ত কমিটির প্রতিবেদন

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর হালিশহর ও আগ্রাবাদ এলাকার ওয়াসার পানিতে জন্ডিসে আক্রান্ত হওয়ার মত কোন জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল (বৃহষ্পতিবার) সিটি কর্পোরেশন মিলনায়তনে কর্পোরেশনের তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করে এ তথ্য জানান মেয়র। আগ্রাবাদ-হালিশহরসহ নগরীর বিশাল এলাকায় ব্যাপকহারে জন্ডিসের প্রাদুর্ভাব হয়েছে। সরকারী হিসেবেই জন্ডিস আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার ছাড়িয়ে গেছে। ওয়াসার পানি থেকে জন্ডিসের জীবাণু ছড়িয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে মেয়র সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরীকে আহŸায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটি বিসিএসআইআর-এর সহায়তায় ওই এলাকা থেকে সংগৃহীত ১৪টি পানির নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৪টি আবাসিক বাসভবনের সংরক্ষিত রিজার্ভারের পানিতে জীবাণু পাওয়া গেলেও ট্যাংকে সংরক্ষণের পূর্বে ওয়াসার সংযোগ লাইনের সংগৃহীত পানির নমুনায় জন্ডিসের কোন জীবাণু পাওয়া যায়নি।
এছাড়া ওয়াসার সংরক্ষিত বাটালীপাহাড় রিজার্ভার ও নাসিরাবাদ রিজার্ভারের পানির নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে দেখা হয়। তাতেও জন্ডিস, কলেরা কিংবা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মত কোন জীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান মেয়র। তবে কিছু কিছু জায়গার আবাসিক বাসভবনে রিজার্ভারের পানিতে ক্ষতিকারক ক্লোরিফর্ম পাওয়া যায়, যার মাত্রা ছিল ১১শ’ সিএফইউ বা ১শ’ এমএল। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন হালিশহর আগ্রাবাদ এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের নির্দেশিত পন্থায় রিজার্ভারে পানি সংরক্ষণ ও ব্যবহারের আহŸান জানান। এতে পানিবাহিত রোগ জন্ডিস, ডায়রিয়া ও কলেরার ঝুঁকি কমবে।
এসময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোঃ সাইফুদ্দিন খালেদ সাইফু, শৈবাল দাশ সুমন, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ