Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডিবিএল’র ২০১৫ সালে নীট মুনাফা ৫১.৭৩ কোটি টাকা

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ২০১৫ সালের অপপড়ঁহঃং ঝরমহরহম ঈবৎবসড়হু গত বৃহস্পতিবার ব্যাংকের হেড অফিসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। এ্যানুয়াল একাউন্টস স্বাক্ষর করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী। পরিচালক শাহাবুদ্দিন আহমদ, এখলাছুর রহমান, মুশতাক আহমেদ, মো. আবু হানিফ খান, ড. এ,কে ওবায়দুর রহমান, সৈয়দ এপতার হোসেন পিয়ার ও ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জালালউদ্দিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এ্যানুয়াল একাইন্টস অনুক্রমে বিডিবিএল ২০১৫ সালে মোট ৫১.৭৩ কোটি টাকা কর পরবর্তী নীট মুনাফা অর্জন করেছে। বিডিবিএল ২০১৫ সালে মোট ৩১৬.৪৮কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। এর মধ্যে ৩৩টি দীর্ঘ মেয়াদী প্রকল্পে ৪৪ কোটি টাকা, ১১৬৪টি এসএমই প্রকল্পে ১০৯ কোটি টাকা এবং অন্যান্য ১৩৩২ টি প্রকল্পে ১৬৪ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। একই সময় বিভিন্ন প্রকল্প থেকে ব্যাংক ৩১৪.৬৩ কোটি টাকা ঋণ আদায় করেছে। অন্যদিকে, ব্যাংক ডিএসএল বাবদ ২২.৪২ কোটি টাকা পরিশোধ করেছে। ২০১৫ সালে লভ্যাংশ বাবদ ব্যাংক সরকারকে মোট ১০ কোটি টাকা প্রদান করবে। উল্লেখ্য, আলোচ্য বছরে বিডিবিএল-এর কোন প্রভিশন ও মূলধন ঘাটতি নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিডিবিএল’র ২০১৫ সালে নীট মুনাফা ৫১.৭৩ কোটি টাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ