Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাংলাদেশ-চায়না বাণিজ্য বিষয়ে আলোচনা

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত বাংলাদেশ-চায়না বাণিজ্য সম্প্রসারণ ও চ্যালেঞ্জসমূহ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান রিক হক শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের ম্যানেজিং ডাইরেক্টর রন হক শিকদার, পরিচালক জন হক শিকদার, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, হাসান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনা রাষ্ট্রদূত ঝাং জু। বাংলাদেশ রফতানির লক্ষ্যমাত্রা পূরনে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়নে চীন সহযোগিতা করছে। তবে দেশটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বেশকিছু বাধা রয়েছে। এসব বাধা দূর করা গেলে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে। এছাড়া বাংলাদেশী পণ্যেরও বড় বাজার হতে পারে চীন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ