পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু রাইফা খানের করুণ মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসক ও ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যার মৃত্যুর প্রতিবাদে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রতিবাদ, সভা-সমাবেশ অব্যাহত রেখেছে। এ আন্দোলনে যোগ দিয়েছেন ভুল চিকিৎসার শিকার ও তাদের স্বজনেরা। অনুমোদনহীন ওই হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে স্থানীয়ভাবে আরও একটি তদন্ত কমিটি হয়। এ দু’টি তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই এখন সবার দৃষ্টি। প্রতিবেদনের ভিত্তিতে অপচিকিৎসার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। এর আগেও এ হাসপাতালে অপচিকিৎসার শিকার হয়েছেন অনেকে।
রাইফার ঘটনার রেশ না কাটতেই অভিযোগ আসে নগর পুলিশের স্পেশাল রায়ট ফোর্সে (এসআরএফ) নায়েক জাহাঙ্গীর ভুল অপারেশনের শিকার হন ম্যাক্স হাসপাতালে। পরপর তিনবার মেরুদÐের অস্ত্রোপচারে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার শিকার হন বলে অভিযোগ জাহাঙ্গীরের। তিনি গত ১৩ এপ্রিল ম্যাক্সে ভর্তি হয়েছিলেন।
মঙ্গলবার রাতে নগরীর প্রবর্তক মোড়ের এএফসি-ফরটিস হাসপাতালে লোকমান চৌধুরী নামে এক বৃদ্ধ ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। একই দিন চমেক হাসপাতালে লাভলী আক্তার নামে এক অন্তঃসত্ত¡া গৃহবধূর মৃত্যুর ঘটনাকেও চিকিৎসকের অবহেলা বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। এর আগে নগরীর সিএসসিআর হাসপাতালে এক চিকিৎসক দম্পতির জীবিত নবজাতককে মৃত বলে প্যাকেট করে দেয়া হয়। তারও আগে নগরীর চকবাজারের একটি ক্লিনিকে ভুল চিকিৎসার হয়ে মারা যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজি। এসব ঘটনায় তদন্ত কমিটি হলেও সে প্রতিবেদন আলোর মুখ দেখেনি এবং প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়া হয়নি। তবে ম্যাক্স হাসপাতালে শিশু রাইফা খানের করুণ মৃত্যুর ঘটনায় দেশজুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তাতে সরকার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদফতর কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দিতে পারে। কমিটির একজন সদস্য জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও আজ তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি মূলত সরকারী কমিটি। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তার নেতৃত্বে কমিটির প্রতিবেদনেও ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ থাকবে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।