বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুরের ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই এবং এর চালক সুমনকে (২২) হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। সুমনের বাবা সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী সমলাপাড়ার বকুল মিয়া (৪৩) বাদী হয়ে গত সোমবার সন্ধ্যায় হত্যাকান্ডের ঘটনায় জড়িত দুইজনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় ওই মামলা দায়ের করেন। মামলা আসামীরা হচ্ছে একই ইউনিয়নের উত্তর সোনাখুলী মাল্লিপাড়ার মৃত. জয়বারের ছেলে মো. রবিউল (২২) এবং একই উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর ঠকপাড়া আব্দুল হামিদের ছেলে মো. আনারুল (১৯)। এর আগে গত ৩০ জুন ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিক্সাসহ তাদের আটক করে দিনাজপুরের বীরগঞ্জ থানার রাতের টহল পুলিশ। পরদিন গত ১ জুলাই রাতে আটককৃত সৈয়দপুর থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। গতকাল মঙ্গলবার (৩ জুলাই) সৈয়দপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের নীলফামারী আদালতে হাজির করেন। তারা (গ্রেপ্তারকৃত) আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবাববন্দী দেয়। এদিকে, গতকাল (মঙ্গলবার) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাতে উত্তর সোনাখুলী সমলাপাড়ায় তাঁর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।