পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বি-২ যুদ্ধবিমানে করে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পারমাণবিক বোমা বি-৬১-এর ১৩তম সংস্করণ নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর নিন্দা জানিয়েছে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছে রাশিয়া সরকার।
রাশিয়ার গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে সফল পরীক্ষা চালানো এই সর্বাধুনিক পারমাণবিক বোমা তুরস্কে মোতায়েন করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ান সেনাবাহিনীর সাবেক কর্নেল ও সামরিক বিশ্লেষক আলেকজান্ডার ঝিলিন দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএকে বলছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এখনো আগ্রাসী মানসিকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের এ মানসিকতা বর্বর বলে মন্তব্য করেন তিনি।
রাশিয়ার গণমাধ্যম আরআইএ এ মন্তব্য করা হয়েছে, তুরস্কের ইনকিরলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র তার নতুন এই বোমা ও বহনকারী বিমান মোতায়েন করবে। এছাড়া এটি ইতালি, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডেও করা হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।