Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে প্রেস ইনস্টিটিউটের বিল উপস্থাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিল, ২০১৮ এর উপর তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কমিটির সভাপতি এ কে এম রহতুল্লাহ রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। সাংবাদিকতা পেশার উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়াবলী যুগোপযোগী করতে একটি ইনস্টিটিউট স্থাপনের বিধানের প্রস্তাব করে গত ১১ এপ্রিল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিলটি উত্থাপন করেন। বিলের বিধান কার্যকর হওয়ার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এ ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে দেশের যে কোন স্থানে শাখা স্থাপনেরও প্রস্তাব করা হয়।

বিলে ইনস্টিটিউটের পরিচালনা ও প্রশাসন, এর দায়িত্ব ও কার্যাবলীসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১৮ সদস্যের ইনস্টিটিউট পরিচালনা বোর্ড গঠনের প্রস্তাব করা হয় এতে। এছাড়া বিলে বোর্ডের সভা, চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব, মহাপরিচালকের দায়িত্ব ও ক্ষমতা, কমিটি গঠন, কর্মচারি নিয়োগ, একাডেমিক কার্যক্রম, একাডেমিক কমিটি, ইনস্টিটিউটের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ