Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াজের মাধ্যমে দ্বীনের দাওয়াত জাতির সামনে তুলে ধরতে হবে -কাউন্সিলে জাতীয় নেতৃবৃন্দ

১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

তরুণ ওয়ায়েজদের সম্মিলিত প্লাটফর্ম ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা এ.টি.এম হেমায়েত উদ্দীন। বক্তব্য রাখেন মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, তালিমুদ্দীন ফাউন্ডেশনের পরিচালক- মুফতী লুৎফর রহমান ফরায়েজী, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী প্রমূখ। কাউন্সিল শেষে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গতকাল রাজধানীর পল্টনস্থ ফটো জার্নালিস্ট মিলনায়তনে সংঠনটির আহŸায়ক মুফতী ওমর ফারুক যুক্তিবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে মুফতী ওমর ফারুক যুক্তিবাদীকে সভাপতি ও মাও. ইউসুফ বিন এনাম শিবপুরীকে মহাসচিব করে ঘোষিত কমিটিতে নির্বাহী সভাপতি করা হয়েছে মাও. ইসমাইল হোসাইন সিরাজীকে। সিনিয়র সহ-সভাপতি মাও. এম. আনোয়ারুল ইসলাম জিহাদী, সহ-সভাপতি মুফতি ওসমান গণি মুছাপুরী, মুফতী ইয়াসিন আহমদ ফারুকী, মুফতী আ. আলীম ফরিদী, মুফতী খালিদ সাইফুল্লাহ নোমানী, মাও. শফিকুল ইসলাম সাদী ও মাও. সুলতান মাহমুদ দিনাজপুরী, যুগ্ম মহাসচিব মাও. ফরহাদ হোসাইন আশরাফী, মুফতি সুলাইমান জামালপুরী ও মুফতী ফরিদুজ্জামান মুখতারী, সাংগঠনিক সম্পাদক মুফতী ইজহারুল হক আরেফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল বাছির গফুরী, কোষাধ্যক্ষ মুফতী জাহিদ হাসান জামালপুরী, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম নাজিরী, সহ-প্রচার সম্পাদক মুফতী তরিকুল ইসলাম ইউসুফী, দপ্তর সম্পাদক মুফতী আজিজুল হক ইয়াকুবী, সাহিত্য সম্পাদক মুফতী আবু তাহের সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মাও. আব্দুল্লাহ শাহবাজপুরী, আইন বিষয়ক সম্পাদক মুফ্তী এনামুল হক আশ্রাফী, মিডিয়া সম্পাদক মাও. শুয়াইব আহমদ আল-বরুনী, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাও. আজির উদ্দীনসহ। কাউন্সিলে জাতীয় নেতৃবৃন্দ বলেন, মানুষের ঈমান ও আমল নিয়ে বেচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় ওয়াজের মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের মাঝে তুলে ধরে সমাজের কুসংস্কার রুখে দিতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ