বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা আছে। এটিকে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ বিমানবন্দর এবং কার্গোবিমান চলাচলের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। জন্য একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সরকারের কাছে পেশ করা হবে বলে জানিয়েছেন
গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীতে সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল এ কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান মন্ত্রণালয়ের প্রতি খুবই আন্তরিক। ইনশাআল্লাহ একদিন রাজশাহী বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে। আর যাত্রীদের চাহিদা মোতাবেক এই বিমানবন্দরে আরও বেশি বিমান চলাচলের ব্যবস্থা করা হবে।
লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, গত অর্থবছরে রাজশাহী বিমানবন্দরে ১২ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। এই অর্থবছরেও ৫৫ কোটি টাকার উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এ জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে বিমানবন্দরটির স¤প্রসারণ ও উন্নয়ন সম্পর্কিত এক পর্যালোচনা সভায় মন্ত্রী একেএম শাহজাহান কামাল প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বর্তমান অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।
সভায় রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা বিমানবন্দরের রানওয়ে স¤প্রসারণ করে এটিকে দ্রæত আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য মন্ত্রীর কাছে অনুরোধ করেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বিমানবন্দরে এখন প্রতিদিন তিনটি করে বিমান ওঠানামা করছে। তাও টিকেট পাওয়া যাচ্ছে না। তাই তিনি আরও বেশি সংখ্যক বিমান চলাচলের ব্যবস্থা করার জন্য মন্ত্রীর কাছে অনুরোধ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।