Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবির দু’শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 

 কোর্স ফাইনাল পরীক্ষায় নকল করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এক শিক্ষাবর্ষ করে বাতিল এবং এক অন্ধ শিক্ষার্থীর একটি কোর্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অপরাধ ও শৃঙ্খলা কমিটি। এ সিদ্ধান্তগুলো আগামী সিন্ডিকেটে রিপোর্ট করা হবে। সিন্ডিকেটে অনুমোদনের পরে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় পার্থ প্রতীম মিস্ত্রি নামের এক অন্ধ শিক্ষার্থীর শ্রæতি লেখক নকলসহ হাতেনাতে ধরা পড়ে। এছড়াও আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসরীন নাহার পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় পরীক্ষায় অপরাধ ও শৃঙ্খলা কমিটির ৫এর ৪ ধারা অনুযায়ী তার সকল কোর্সের পরীক্ষা বাতিল করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ