Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


 নগরীর কদমতলীতে পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ হারুনুর রশীদ চৌধুরী হত্যা মামলায় এহসানুল কবির মেহেদী (২৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার) ভোরে নগরীর মোগলটুলি থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নেজাম উদ্দিন ইনকিলাবকে জানান, মেহেদী স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রেফতারের পর বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সফি উদ্দিনের আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দীতে মেহেদী খুনের বর্ণনাও দিয়েছে। ওসি বলেন, ঘটনার ভিডিও ফুটেজে হত্যাকাÐে মেহেদীর অংশ নেওয়ার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া এর আগে গ্রেফতার তিন আসামিও আদালতে দেওয়া জবানবন্দিতে মেহেদীর নাম বলেছে। হারুন হত্যাকাÐে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ