Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জের ইটভাটা মালিক হত্যা হত্যায় জড়িত সন্দেহে আটক ৩

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 দিনে দুপুরে গোপালগঞ্জের ইটভাটা মালিক ও গোপালগঞ্জ শহর আওয়োমী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান টিটো শরীফকে (৪৪) কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় নড়াইল জেলার নড়াগাতি থানায় ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহতের ভাই আশিকুজ্জামান শরীফ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পান্নু শেখ,মোঃ আজিজুল ও সালমা বেগম। এদের সকলের বাড়ী নড়াইল জেলার চরসিংগাতী গ্রামে। মঙ্গলবার নড়াইল জেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মুঠো ফোনে জানান ইতোমধ্যে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জন কে আটক করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ