পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সোনালী ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন কামরুজ্জামান চৌধুরী। এর আগে তিনি একই পদে রূপালী ব্যাংকের ডিএমডি’র দায়িত্ব পালন করেন। তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল এনালিষ্ট (সিনিয়র অফিসার) হিসাবে যোগদান করেন কামরুজ্জামান চৌধুরী। দীর্ঘ কর্মময় জীবনে তিনি সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট, শাখা ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, জিএম অফিস- রংপুর, রাজশাহী, ঢাকা-১ এবং ঢাকা-২ এর প্রধান হিসাবে ব্যাংকিং কর্মকান্ড পরিচালনা করেন। তিনি ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোনালী ব্যাংক প্রতিনিধি (ফাস্ট সেক্রেটারী ) হিসাবে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স পাঠানোর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্টে বি.কম অনার্স ও এম.কম ডিগ্রী অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।