Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানকে ইসলামী ছাত্রসমাজের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম


 বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল তুরস্কের রাষ্ট্রদূতের মাধ্যমে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা রজব তৈয়্যব এরদোগান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গতকাল রোববার বিকাল ৩ টায় বাংলাদেশে অবস্থিত তুর্কি এ্যাম্বাসীতে গিয়ে এ অভিনন্দন জানান।
কেন্দ্রীয় সভাপতি রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের জনগণ তুর্কী জনগণকে মনের গভীর থেকে ভালবাসে। রজব তৈয়্যব এরদোগান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তুর্কী জনগণের সাথে বাংলাদেশী জনগণও সমানভাবে আনন্দিত। রাষ্ট্রদূত এ সময় বলেন, তুরস্ক সবসময় গণতন্ত্র ও সুশাসনের জন্য কাজ করে এবং বিশ্বের মুসলিম উম্মাহর জন্য তুরস্ক একটি মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ওয়ালীউল্রাহ, প্রচার সম্পাদক মো. তারেক জামিল, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মাহবুবে এলাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ