বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক সিটি মেয়র এম মনজুর আলম বলেছেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন করলে চলবে না সুশিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে ছাত্রজীবনে। তিনি গতকাল (রোববার) নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে একথা বলেন। কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজ জীবন হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রভাষক লায়লা নাজনীন রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক অসীম চক্রবর্তী, সহকারী অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, মোঃ আবু ছগির ও কাজী মাহবুবুর রহমান। রাজনীতিমুক্ত এ কলেজটি প্রতিষ্ঠা হয় ১৯৯৪ সালে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সুনামের সাথে এলাকায় শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।