Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে নিয়ে আপাতত ভাবছি না -জেসিয়া ইসলাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করার পর তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারি জেসিয়া ইসলাম।এই প্রেমিক- প্রেমিকার অভিনীতি টেলিফিল্ম ছবির প্রতিচ্ছবি গত ঈদে প্রচার হয়। সালমান মুক্তাদিরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, বাকি আর্টিস্টদের সঙ্গে যখন কাজ করি তখন সেইভাবে চেনা-জানা থাকে না। ফলে সালমানের সঙ্গে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ওর সঙ্গে কাজটাও সহজ হয়। ও আমাকে অনেক সহায়তা করে। কোনও কাজ যদি ভালো না হয়, আরও ভালো করার তাগাদা দেয়। তাদের প্রেম নিয়ে আশপাশের মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কেউ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন আবার কেউ নেতিবাচক প্রতিক্রিয়াও জানাচ্ছেন। নেতিবাচক প্রতিক্রিয়ার কারণ কী এমন প্রশ্নের জবাবে জেসিয়া বলেন, এটা মানুষের মেন্টালিটি। একেক জনের ভালোলাগা একেক রকম। সবাইকেই শ্রদ্ধা করি। কারও ভালো না লাগলেও কোনো সমস্যা নাই। বিয়ে প্রসঙ্গে বলেন, এখনও তেমন কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ের ইচ্ছা নাই। আরও সময় নিতে চাই। অভিনয়ের ব্যাপারে তিনি বলেন, আমি একটু বেশি চুজি। সবকিছুই পারফেক্টলি করতে চাই। এখনও পর্যন্ত সবকিছু পারফেক্টলি হয়েছে কি না জানি না। তবে চেষ্টা করছি। নিজের কাছে ভালো না লাগা পর্যন্ত কোনো কাজ করি না। সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন, সিনেমা নিয়ে ভেবেছি। কিন্তু এখনই সিনেমা করতে চাচ্ছি না। করলেও আরও পরে করব। টেলিফিল্মগুলোতেই কাজ করছি। সিনেমা করলে একবারেই করব। একটা করলেও ভালো করেই করব। তাই সময় নিচ্ছি। আমার লক্ষ্য, যেখানেই কাজ করি সিরিয়াসলি করব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ