Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ঈদের জন্য নেপালে এক ডজন নাটকের শূটিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

ঈদ উলফিতরের আমেজ কাটতে না কাটতেই আগামী উল আযহার নাটকের কাজ শুরু হয়ে গেছে। এ লক্ষ্যে নেপালে চলছে প্রায় এক ডজন নাটকের শূটিং। নাটকগুলো প্রযোজনা করছে বাঁধন ড্রিম ভিশন। এগুলোতে অভিনয়ের জন্য এখন নেপালে রয়েছেন অপর্ণা ঘোষ, জোভান, সাদিয়া জাহান প্রভা, শবনম ফারিয়া, এফ এস নাঈম, আজমেরী আশা, নাবিলা ইসলাম, মনোজ কুমার প্রামানিক, টুটুল চৌধুরী, মিয়াফারুক, আসিফ নজরুল, আহসান আলমগীর, মাহবুব শাহীনসহ নেপালের স্থানীয় কয়েকজন শিল্পী। নাটকগুলো পরিচালনা করবেন দুই রাট্যনির্মাতা দীপু হাজরা ও অঞ্জনআইচ। এগুলোরচনা করেছেন মাসুম শাহরিয়ার, অঞ্জন আইচ, আহসান আলমগীর, জুয়েল কবির, রূপান্তর ও পারভেজ ইমাম। বাধন ড্রিম ভিশনের কর্ণধার মোহাম্মদ বোরহান খান বলেন, আমার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত বেশির ভাগ নাটকই দেশের বাইরের মনোরম লোকেশনে নির্মাণ করে থাকি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দর্শকদের বিনোদনের কথা চিন্তা করেই কাজটি করি। আশা করি, এবারের নাটকগুলোও দর্শকের পছন্দ হবে। নাটকগুলোর শূটিং শেষে ২৫ জনের ইউনিট এ মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ