Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সখিপুরে মেয়র কাউন্সিলরদের ভাতার টাকায় সড়ক সংস্কার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

সখিপুর-সাগরদিঘী সড়কের খাদ্যগুদামের সামনে ৫ শত মিটার সড়ক দীর্ঘদিন ধরে যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সড়ক সংস্কারের দাবিতে কচুয়া রোডের ব্যবসায়ীরা টায়ার জ্বালিয়ে সড়ক অপরোধ করে আন্দোলনও করেছে। তবুও সড়কটি সংস্কার করা হয়নি। গতকার রোববার সকাল ১০টার সময় সখিপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ মেয়র, কাউন্সিলরদের ভাতার টাকা দিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু করেন পৌর মেয়র আবু হানিফ আজাদ। অথচ সড়কটি এলজিইডির। এ বিষয়ে পৌর মেয়র আবু হানিফ আজাদ বলেন, পৌরবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে আমাদের ভাতার টাকা দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সংস্কারের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বসির উদ্দিন, প্যানের মেয়র রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রাফেজা আক্তার, পারুল আক্তার, শেখ জামাল হোসেন, জাহিদ হাসান, দেলোয়র শিকদার, একলাস হায়াদ সরোয়ারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ