Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসি বললেন, তারা যেন অন্য পেশায় চলে যায়

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ট্রাক্টরসহ বিভিন্ন পরিবহন আটকের পর চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে ওসির বিরুদ্ধে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গত শুক্রবার সকাল ৬টা থেকে মনোহরগঞ্জ উপজেলা সদরের হাটিরপাড় গ্রামের ছিখুটিয়া রাস্তার মাথা নামক স্থানে মনোহরগঞ্জ-লাকসাম সড়কে অন্তত ২০টি ট্রাক্টর রেখে অবরোধ ও বিক্ষোভ শুরু করা হয়। এতে ট্রাক, ট্রাক্টর, পিকআপসহ বিভিন্ন পরিবহনের মালিক, চালক ও ইট, বালু, রড ব্যবসায়ীরাও অংশ নেয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা গিয়ে দুই দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সকাল ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারী শহিদুল ইসলাম শহীদ বলেন, আমি ট্রাক্টরচালক। আগে আমাদের প্রতিটি ট্রাক্টর থেকে প্রতি মাসে ৩০০ টাকা করে (চাঁদা) নেওয়া হতো। এর বিনিময়ে আমাদের একটি টোকেন দেওয়া হতো। টোকেনটি দিয়ে আমরা গাড়ি চালিয়ে পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতাম। কিন্তু বর্তমান ওসি মাসিক নেওয়ার পাশাপাশি আটক বাণিজ্যের মাধ্যমে আমাদের ওপর অত্যাচার করছেন। তিনি আমাদের প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, প্রতি সপ্তাহে তিনটি করে ট্রাক্টর আটক করবেন। আর সেগুলোর প্রতিটি ২০ হাজার টাকা করে দিয়ে ছাড়িয়ে আনতে হবে। গতকালও আমাদের দুটি ট্রাক্টর আটক করে একটি থেকে সাত হাজার, অন্যটি থেকে ৯ হাজার টাকা আদায় করেছেন তিনি।
শ্রমিক রবিউল হোসেন বলেন, মনোহরগঞ্জ থানার ওসি আমাদের ওপর অমানবিক অত্যাচার করছেন। তার কথামতো টাকা না দিলে আমাদের হাজতে ঢোকাবেন বলেও হুমকি দিয়েছেন। আমরা অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করেছি। আবদুল হান্নান নামের একজন বলেন, ‘আমরা ট্রাক্টর দিয়ে বালু, ইট, রড ইত্যাদি টানি। আর ইরি-বোরো মৌসুমে হালচাষ করি। তবে ওসির জন্য কয়েক মাস ধরে রাস্তায় বের হতেও ভয় লাগে। তিনি টাকার জন্য আমাদের হয়রানি করছেন।
মনোহরগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আপনারা ট্রাক্টর চালকদের বলেন তারা যেন ট্রাক্টর না চালায়। তারা যেন অন্য পেশায় চলে যায়। তাহলেই তো ওসি সাহেবকে আর টাকা দিতে হবে না। পরে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা কথা। এসব ট্রাক্টরের কারণে রাস্তার ক্ষতি হচ্ছে, সড়কে দুর্ঘটনা ঘটছে। আমি তাদের বাধা দিচ্ছি বলে তারা এমন (বিক্ষোভ) করছে। এ সময় এই প্রতিবেদককে ওসির পক্ষে প্রতিবেদন করার পরামর্শ দেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ