Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব -খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, গাজীপুরের নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং অনেক ভোটার তাদের ভোট দিতে পারে নাই। খুলনার মত গাজীপুরের নির্বাচনে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক পদে থেকে আজ্ঞাবহ নির্বাচন করে নিজের পদটিকে কলঙ্কতি করেছে। সিইসি দেশবাসীকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে। এ আজ্ঞাবহ নির্বাচন প্রমাণ করেছে জাতীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তিনি বলেন কোটি কোটি টাকা অপব্যয় করে তামাশার নির্বাচন জনগণ মেনে নিবে না। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে পদত্যাগ করা উচিৎ। এভাবে নির্বাচন হলে নির্বাচনের প্রতি জনগণের অনীহা সৃষ্টি হবে এবং কেউ নির্বাচন কেন্দ্রে যাবে না।
মাওলানা নূরপুরী বলেন, কিশোরগঞ্জ এর অষ্টগ্রাম থানার কাগুজীগ্রামে বিগত কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ আলেম উলামা ও সাধারণ মানুষের বাড়ী-ঘর ভাংচুর এবং অগ্নি সংযোগ করে। কিছু চিহ্নিত বেদাতী মাজার পন্থী সন্ত্রাসী। আমরা ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের আহŸান জানাচ্ছি।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী মিটিং এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রীয় বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা নিয়ামাতুল্লাহ, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ