Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মেরামতের তিন দিন পরই ফাটল

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:১১ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ হরিণাকুন্ডু ভায়া ভালকী বাজার সড়ক মেরামতের তিন দিন পরই ফাটল দেখা দিয়েছে। ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কে নি¤œমানের উপকরণ ব্যবহার ও যথাযথ সিডিউল না মানার কারণে ফাটল ধরেছে বলে জানা গেছে। উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের চারাতলা নামক স্থানে ১০/১৫ ফুট জুড়ে রাস্তার একাংশ দেবে গেছে। গত বছরের ২৯ মে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে হরিণাকুন্ডু হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটির কার্যাদেশ প্রদান করা হয়। আরএবি-অরাসি ও জহুরুল লিমিডেট জয়েন ভেনচারে কাজটি পায়। ৪৫ কোটি টাকার মধ্যে ১০ শতাংশ লেসে কাজটি শুরু হলে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়। হরিণাকুন্ডুর পারমথুরাপুর স্থানে গত বছর কাজের অনিয়ম ধরা পড়লে গ্রামের মানুষ কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদারের লোকজন ভাল কাজ করার প্রতিশ্রæতি দিলে আবার কাজ শুরু হয়। হরিণাকুন্ডুর চারাতলা, ভালকী, পায়রাডাঙ্গা ও শিতলী গ্রামের অংশে সড়কটিতে এখন পিচ দেয়ার কাজ চলছে। গত মঙ্গলবার রাস্তাটি মেরামত করার পরপরই (ক্র্যাক) ফাটল ধরে। দায়িত্বে থাকা প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলমকে গতকাল শনিবার ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পওয়া যায়। তবে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন সড়কটি ক্র্যাক হওয়ার খবরটি পেয়েছেন বলে জানান। বৃষ্টির কারণে এমন সমস্যা হতে পারে। তিনি বলেন, ২০ কিলোমিটারের বড় সড়ক তো একটু সমস্যা হতেই পরে। এটা অবশ্যাই মেরামত করে দেওয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ