বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২১ জুন কুয়েতের ওয়াফরা এলাকার ছয়শ নাম্বার রোডে এক সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন চৌধুরী নিহত হয়েছে। নিহত রুহুল আমিন চৌধুরীর (৬০) বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নগরপাড় গ্রামে। দেশটিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
নিহত রুহুল আমিনের ভাগিনা হাসান কামাল জানান, রুহুল আমিন ১৯৮৩ সালে কুয়েত এসেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্রাইভিং পেশায় যুক্ত ছিলেন। কুয়েতে তার মেয়ে তাসলিমা ও তার স্বামী, ছোট ভাই ইয়াওর হুসেন, ভাগিনা হাসান কামাল ও আরেক ভাই আবু তাহের বসবাস করেন। গত বৃহস্পতিবার নিহত ভাইয়ের লাশ নিজ খরচে দেশে পাঠিয়েছেন ইয়াওর হুসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।