রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর সোনাইমুড়ীতে আর্জেন্টিনা ২ গ্রæপের মধ্যে সংঘর্ষে দোকানপাট, বসতঘর, গাড়ী ভাংচুর করা হয়।
শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ী পৌরসভার কৌশল্যারবাগ গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি দাদা, অহিদ, ইমরান ও জনি গ্রামের আক্কেল আলির দোকানের সামনে তাদের ছবি সম্বলিত আর্জেন্টিার একটি ব্যানার টাঙ্গায়। একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক আলী মিয়ার ছেলে পারভেজ ও মাহবুব মিয়ার ছেলে রাফি গত ১৩ জুন ব্যানারটি ছিঁড়ে ফেললে শুরু হয় বাকবিতন্ডা। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় অহিদ, ইমরান ও জনির লোকজন পারভেজ ও রাফির উপর হামলা চালালে তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জ্বিত বহিরাগতদের নিয়ে ৮-১০টি দোকান ভাংচুর করে। এইদিকে রনি দাদা, অহিদ, ইমরান ও জনির নেতৃত্বে রাফি ও পারভেজের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আবদুল হকের দোকান, সুমনের দোকান, মানিকের দোকান, সাহাব উল্যাহর দোকান, বেলালের দোকান, মনিরের দোকান ও নূরুল ইসলাম বোবার দোকানে ব্যাপক ভাংচুর করা হয়। বদ্ধ দোকান গুলোর সাটার এলোপাতাড়ি কুপিয়ে নষ্ট করা হয়। নূরুল ইসলাম বোবা এ প্রতিবেদককে তার দোকানের ভাংচুর করা মালামাল দেখিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ ঘটনায় মার্কেটের মালিক করফুলি বেগম রাফি, পারভেজসহ অজ্ঞাত নামা ১০-১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।