Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে বিএনপির ৭২ নেতাকর্মীর নামে আদালতে চার্জশিট দাখিল

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:২৩ পিএম, ১৩ এপ্রিল, ২০১৬

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ ৭২ জন নেতাকর্মীর নামে গাড়ী পোড়ানো ও নাশকতার মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এক বছর দুই মাস তদন্ত শেষে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানার এস.আই আমিনুল ইসলাম ঝিনাইদহের একটি আদালতে এ কোর্টে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন, ঝিনাইদহ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক সদরের উপজেলা চেয়ারম্যান এড আব্দুল আলীম, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান ও সাবেক ছাত্রদল সভাপতি আশাফুল ইসলাম পিন্টুসহ ৭২ জন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ২ ফেব্রুয়ারি বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে পেট্রোল বোমা মেরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এই মামলায় বিএনপি নেতা সাবেক এমপি মসিউর রহমানকে ১ নং আসামী করে ৭৪ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ থানায় একটি মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী প্রথম দিকে শিকারপুর গ্রামের ট্রাক ড্রাইভার সবুজ হলেও এখন রাষ্ট্রপক্ষ। মামলাটি তদন্ত শেষে পুলিশ বুধবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/১৬/২৫/ভ ধারা মোতাবেক এজাহারভুক্ত ও এজাহারের বাইরে মোট ৭২ জনের নামে অভিযোগপত্র দাখিল করে। এদিকে দলীয় আইনজীবী আব্দুর রশিদ (৩) জানিয়েছেন, এ মামলায় চার্জশীট ভুক্ত নতুন ৭/৮জন আসামী পলাতক দেখানো হয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২০ এপ্রিল। তিনি আরো জানিয়েছেন বেশির ভাগ আসামী জামিনে রয়েছেন । ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও দণ্ড বিধিতে পৃথক দুইটি চার্জশীট দাখিলের কারণে মামলাটি স্থানীয় দুইটি আদালতে বিচার কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। তিনি জানান, মামলার বাদী ট্রাক ড্রাইভার সবুজ ইতিমধ্যে ঘটনার সাথে মসিউর রহমানসহ অভিযুক্ত নেতারা জড়িত নয় বলে এফিডেভিট করে দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ