Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদিমুক্ত আ.লীগ চায় টেকনাফ উখিয়ার তৃণমূল

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : আইন শৃঙ্খলাবাহিনীর ক্রসফায়ার থেকে আপাতত রক্ষা পেলেও দলীয় নেতা কর্মীদের থেকে রেহায় পাচ্ছেন না ফর ইয়াবা গডফাদার হিসেবে অভিযুক্ত সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি। মাদক বিরোধী সাঁড়াশী অভিযান শুরু হলে অভিযুক্ত এমপি বদিসহ কয়েক ডজন জন প্রতিনিধি ও নেতা কর্মী বিভিন্ন অজুহাতে দেশ ছাড়েন। এমপি বদি ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম সউদী আরব থেকে ওমরা শেষে দেশে ফিরলেও বাকিরা এখনো পালিয়ে আছেন বিভিন্ন স্থানে।
এদিকে বিপদ কিছুতেই পিছু ছাড়ছেনা এমপি বদির। শুরু থেকেই বদি ছিলেন বিএনপি থেক আওয়ামী লীগে হায়ার্ড প্লেয়ার। গত দুই টার্ম এমপি হয়েও মনে প্রাণে আওয়ামী লীগ হতে পারেননি তিনি- এমন অভিযোগ দলীয় নেতা কর্মীদের। গত দু›বছরে আওয়ামী লীগের বাইরে বিএনপি ও জামায়াত নেতাদের নিয়ে আলাদা নিজস্ব বলয় গড়ে তুলেছেন এমন অভিযোগও রয়েছে তাদের। এর উপর ইয়াবা পৃষ্ঠপোষকতার কারণে ইয়াবা গডফাদারের খেতাবও অর্জন করেছেন তিনি। দলীয় নেতা কর্মীরা মনে করেন এসব কারণে এমপি বদি ব্যাপকভাবে বিতর্কিত এবং সমালোচিত। শুধু তাই নয়, আওয়ামী লীগকেও তিনি ব্যাপকভাবে বিতর্কিত করেছেন। তাই উখিয়া টেকনাফের আওয়ামী পরিবার এখন বদিমুক্ত আওয়ামী লীগ চায়।
আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে কয়েকটি জেলার তৃনমুল সম্মেলন। এতে উখিয়া টেকনাফের আওয়ামী লীগের নতা কর্মীরাও হাজির থাকবেন এবং এমপি বদির বিরুদ্ধে সরাসরি দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অভিয়োগ করবেন বলে জানা গেছে। উখিয়া টেকনাফের আওয়ামী লীগের নতা কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তারা আগামী জাতীয় নির্বাচনে বিতর্কিত এবং চরমভাবে সমালোচিত এমপি বদিমুক্ত আওয়ামী লীগ চায়। তারা বদির পরিবর্তে অন্য কোন নেতাকে আগামী নির্বাচনে প্রার্থী করতে চান। তবে এ বিষয়ে তারা দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রীর সিদ্ধন্তকেই চুড়ান্ত বলে মেনে নেবেন বলেও জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ