Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় আলম হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

 ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চাঞ্চল্যকর আলম (২৬) হত্যাকাÐের প্রায় ৭ মাস পর লাশের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় ১৮ ঘণ্টা টানা অভিযান শেষে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন। 

পরিদর্শক সৈয়দ রবিউল হোসেন জানান, গত বছরের ৬ নভেম্বর ভাগবাটোয়ারা নিয়ে রিকশা চালক আলমকে (২৬) গাজীপুরের মাওনা থেকে এনে ফুলবাড়িয়ার বাবুগঞ্জ বাজারের বড়বিলা নদীর গোদারাঘাটে খুন করে। পরে লাশ কচুরিপানার নিচে ডুবিয়ে রাখেন সাদ্দাম, জুলহাস ও রুহুল আমিনসহ কয়েকজন। আলমের মা বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেয়। পরে পুলিশের হাতে গ্রেফতার হয়ে এই হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সাদ্দামের দেয়া তথ্য মোতাবেক গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে স্থানীয় বড়বিলা নদীর গোদারাঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে গুদারাঘাটের কচুরিপানার নিচ থেকে নিহত আলমের মাথা, হাড়সহ শরীরের ৪২টি অংশ উদ্ধার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আরো জানান, নিহত আলম হত্যাকারী সাদ্দামসহ কয়েকজন মোটর সাইকেল ও অটো রিকশা চোর চক্রের সদস্য ছিল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ