Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের নামে মসজিদ ভাঙা বরদাশত করা হবে না -মাওলানা শাহ আতাউল্লাহ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর দেশের বিভিন্ন স্থানে উন্নয়নের নামে মসজিদ-মদিরাসা ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ জমিন আল্লাহ তা‘আলার দান এবং সমগ্র পৃথিবীর মালিক তিনিই। আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদের মর্যাদা মানুষের ঘর-বাড়ি, রাস্তা-ঘাট থেকে অনেক বেশি। তাই উন্নয়নের জন্য মসজিদ-মাদরাসা ভাঙ্গা ইসলাম বিদ্ধেষী মনভাবের বহিঃপ্রকাশ। তাছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের স্থাপনা রক্ষার্থে রাস্তা বাঁকা করলেও সংখ্যাগরিষ্ট মুসলমানদের মসজিদ নির্বিচারে ভেঙ্গে ফেলার ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ ও মর্মাহত। সংখাগরিষ্ট মুসলমানদের দেশে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাশত করা যায় না। তাওহিদী জনতা ইসলাম ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের সঠিক জবাব দিবে ইনশাআল্লাহ।
গতকাল বাদ আসর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়ায় ওলামায়ে কেরামের সাথে আলোচনা কালে তিনি এইসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল¬াহ মিয়াজী, ,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ ও মাওলানা মাসুদুর রহমান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ