Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম


স্টাফ রিপোর্টার : সাধারণ সম্পাকদের স্বাক্ষর ও সংগঠনের প্যাড নকল করে জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুরের শিবচর উপজেলা শাখার ‘নতুন কমিটি’ গঠন করায় এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান অহিদ জানান, তার স্বাক্ষর এবং সংগঠনের প্যাড নকল করে একটি কুচক্রি মহল শিবচর উপজেলার কমিটি ঘোষণা করে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু কমিটি গঠনের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই। এতে সহজেয় অনুমেয় যে কমিটির কোনো ভিত্তি নেই। আসলে শিবচর তথা মাদারীপুর ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণœ করতে এই অপপ্রচার করা হচ্ছে। মূলত শিবচর ছাত্রদলের কোনো কমিটি গঠন করা হয়নি। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন। এমনকি জেলা ও শিবচর উপজেলা বিএনপির কোনো নেতাও জানেন না যে উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, যে কমিটি দেয়া হয়েছে তা ভুয়া। তাদের সাথে এ ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি।
জানা যায়, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদারীপুর জেলা ছাত্রদলের একটি প্যাডে শিবচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে বলে খবর প্রচারিত হয়। কিন্তু কোনো তারিখ উল্লেখ নেই। এই কমিটিতে সভাপতি হয় রিপন মুন্সী। যিনি এসএসসি পাস এবং এক সন্তানের জনক। সাধারণ সম্পাদক সজিব খানেরও প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নাই। এরপরই সংগঠনের জেলা নেতৃবৃন্দের নজরে এলে তারা এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, এসব কতিপয় কুচক্রি মহলের কাজ। শিবচর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সংক্রান্ত সব ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। জেলা সভাপতির পরামর্শে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ। এসব বিষয়ে মাদারীপুর জেলা বিএনপিসাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান সহ শীর্ষ নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দেখা করে কমিটির বিষয়ে জানতে চেয়েছেন। পরে ছাত্রদলের সেক্রেটারি ওই পদক্ষেপ নেন। জেলা ছাত্রদল সভাপতি মোফাজ্জল হোসেন খান বিষয়টি স্বীকার করে বলেন, বিতর্ক এড়ানোর জন্য প্রায় ছয় মাস আগে তারা ‘গোপনে’ কমিটি দিয়েছিলেন। জেলা বিএনপি নেতৃবৃন্দ দেখা করেছেন। এ নিয়ে কথা হয়েছে।
সার্বিক ব্যাপারে জাহান্দার আলী জাহান বলেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি জেনেছি যে কমিটি দেয়া হয়েছে তা ভিত্তিহীন বানোয়াট ও ভুয়া। কমিটি বাতিল প্রসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রদল। তবে যে কমিটি ফেসবুকে ভাইরাল হয়েছে সেটা একটি পুরনো কমিটির খসড়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ