Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শালিখার কানুদার খালের অবৈধ বাঁধমুক্ত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

মাগুরার শালিখা উপিজেলার কানুদার খালের অবৈধ ৫ টি বাঁধ উচ্ছেদ করে সম্প্রতি জব্দকৃত নেট ও মালামাল ধংশ করায় জনগন প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। দীর্ঘদিন পর এ খাল তার স্বাভাবিক প্রবাহ ফিওে পাচ্ছে। শালিখা উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়ে জলাশয় বাঁধ মুক্ত করেছেন। অবশেষে উপজেলা প্রশাসনের তৎপরতায় মুক্ত হলো শালিখার কানুদার খাল। খালের অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়েছে। সম্প্রতি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদারে নেতৃত্বে উপজেলার চুকিনগর গড়াপাড়া থেকে বাহিরমল্লিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় কানুদার খাল থেকে ৫টি অবৈধ বাঁধ উচ্ছেদ করাসহ প্রচুর মশারির জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও অবৈধ বাধেঁর মালামাল বিনষ্ট করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দীন ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাসসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা
মাদারীপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরে ৮৪,১৬,০৬৪৯৬.১৮ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৮১,৪৪,৮৫০০০ টাকা।উদ্ধৃত্ত্ ধরা হয়েছে ২৭,১,২১৪৯৬.১৮ টাকা। মাদারীপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: খালিদ হোসেন ইয়াদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ