Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ছাত্রদল নেতা খুন

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম


কক্সবাজার ব্যুরো : কক্সবাজার শহরে ‘পৌর নির্বাচন’ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এইচ এম তানভীর (২৮) নামে এক জেলা ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত তানভীর কক্সবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। গতকাল শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ রুমালিয়ারছরা আশুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচন সংক্রান্ত তর্কবিতর্কের এক পর্যায়ে তানভীর আহমেদ (২৬) নামের ওই যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করে বলে জানা গেছে। নিহত এএইচএম তানভীর আহমেদ (২৬) দক্ষিণ রুমালিয়ারছড়া আশুঘোনা এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী। আগামী ১০ জুলাই নৌবাহিনীর অফিসার পদে অনুষ্ঠিতব্য পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘শুক্রবার বিকালে কক্সবাজার শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল আমিন সওদাগরের দোকানের সামনে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে স্থানীয় দুটি পক্ষের আলাপ-আলোচনার একপর্যায়ে তর্কবিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে।’
তিনি আরও জানান, ‘দুপক্ষের লোকজন কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে এইচ এম তানভীর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। নিহতের ছোট ভাই ইবনে সিনা বলেন, ‘কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের আসার খবর পেয়ে ঘোনা এলাকার নুরুল আমিন সওদাগরের দোকানের সামনে অবস্থান করছিলেন তানভীর। সেখানে আগে থেকে উপস্থিত ছিল স্থানীয় বাসিন্দা আবুল বশর, নেজাম উদ্দিন, মিজান উদ্দিন, আতিক উল্লাহ, মোস্তাক আহমদ, দেলোয়ার হোসেন টুলু, জাহাঙ্গীর আলম, মো. রায়হান ও শাহাদাত হোসেনসহ ১০-১২ জন। তারা পৌরসভার নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার একপর্যায়ে তানভীরের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় হাতাহাতির সময় তাদের মধ্য থেকে তানভীরকে ছুরিকাঘাত করা হয়।’ এইচ এম তানভীর কক্সবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান তার ভাই ইবনে সিনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ