Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় যুগ পর ফিরছে ব্যান্ড ফেইম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

 বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সংগীতাঙ্গনে আবার ফিরে আসছে নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ডদল ফেইম। সম্প্রতি ব্যান্ডদল ফেইম-এর পারফরমারগণ একথা জানান। প্রায় দেড় যুগ পর আধুনিক ও যুগোপযোগী সঙ্গীত যন্ত্রাংশ (ইনস্ট্রুমেন্ট) নিয়ে ফের আবির্ভ‚ত হলো ব্যান্ড দলটি। ফেইম এর অন্যতম পারফরমার আলী আহসান সুমন ও মুন্না রহমান জানান, আগামী দিনে হারানো সুরের মূর্ছনায় ফেইম-এর ব্যতিক্রমী নতুন নতুন কর্মসূচি সব বয়সের সংগীত পিপাসুদের মনে ঝড় তুলতে সক্ষম হবে। মাঠে কনসার্টের আয়োজন করবে বলেও জানান তারা। ফেইম ব্যান্ডদলের গীটারে আলী আহসান সুমন, ভোকালে তানভীর তমাল, হুমায়ুন কবীর মাসুম, ড্রামে পান্না রহমান, কী-বোর্ডে মুন্না রহমান ও বেইসে সিদ্দীকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ