প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী সালমার দিনকাল কেমন কাটছে? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ভালো আছি। মেয়ে ¯েœহাকে নিয়ে চলে যায় আমার সময়। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ¯েœহা। এর বাইরে পড়াশোনা ও গানেও সময় দিচ্ছি নিয়মিত। বর্তমান ব্যস্ততা নিয়ে সালমা বলেন, এতদিন তো স্টেজের মৌসুম ছিলো। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়টায় শিল্পীদের স্টেজের ব্যস্ততা থাকে বেশি। আামিও এই সময়ে অনেক শো করেছি। তবে বেছে বেছে করেছি। কেবল বড় আয়োজনের শোগুলোই করেছি। এখন স্টেজ ব্যস্ততা কিছুটা কমেছে। এর কারণ বর্ষা। এখন কেবল ইনডোরে শো হচ্ছে। তারপরও দেশে-বিদেশের শো নিয়ে সামনের সময়টা ব্যস্ত থাকতে হবে। নতুন গান সম্পর্কে সালমা বলেন, বেশ কয়েকটি নতুন গানে কন্ঠ দিয়েছি। প্রকাশ হলে শ্রোতারা পছন্দ করবেন বলে আশা করি। ঠিক করেছি বেশি গান আর করবো না। বেছে বেছে ভালো গান করবো। পছন্দ হলেই গানে কন্ঠ দেবো। আর সঙ্গে থাকবে মিউজিক ভিডিও। কারণ গান শোনার পাশাপাশি এখন দেখারও বিষয়। বর্তমান গান নিয়ে সালমা বলেন, আমি মনে করি, অবস্থা এখন ভালো। কারণ নিজের গানের স্বত্ব রেখে আমি গান প্রকাশ করতে পারছি। আমিও সেরকমটা করছি। অনেক গান করছি অডিও কো¤পানির মাধ্যমে। আবার কিছু গান করছি স্বত্ব নিজের কাছে রেখে। আর আগে একটি অ্যালবামে বেশ কিছু গান করা হতো। সে গানগুলোর স্বত্ব কো¤পানিকে লিখে দিয়ে দিতে হতো এককালীন অর্থের বিনিময়ে। এখন সেটা না করলেও হয়। তাছাড়া সারা জীবন গানের স্বত্বটা আমার নিজের কাছেই থাকলো। নিজের গানের পরিকল্পনা নিয়ে সালমা বলেন, বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আমি লালনের গান আরও করতে চাই। সে লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছি। এর জন্য গান বাছাইয়ের কাজও করছি। আর মৌলিক ফোক গানের প্রজেক্ট করারও ইচ্ছে রয়েছে। ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।