Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ২

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি ও ৭শ’ ৩১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো- রাজশাহীর চারঘাট উপজেলার টাংগোন গ্রামের বিচ্ছাদ সরদারের ছেলে মোস্তফা কামাল (২৮) ও মতিহার উপজেলার চরকাজলার আবু তালেবের ছেলে মাসুদ রানা (৩২)। শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপ-পরিদর্শক গোলাম রসুলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এসময় বিশেষ কায়দায় নবাব ট ০২-০০৩৬ ট্রাকে লুকিয়ে রাখা অবস্থায় ৪টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ৮টি ম্যাগাজিন ও ৭শ’ ৩১ বোতল ফেনসিডিলসহ মোস্তফা ও মাসুদকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ