বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় জাতীয় পার্টির (এরশাদ) ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আবুল আলী লস্কর (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হন। উভয় পক্ষের আহতের সংখ্যা ৭ জন।মঙ্গলবার সন্ধ্যায় জেলার ফুলতলা উপজেলার দামোদর কলোনি এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকায় আকাশ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফুলতলা উপজেলার দামোদর কলোনীতে ফুলতলা উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সভাপতি জোহর আলী মোড়লের অনুসারী ও সদ্য আওয়ামী লীগে যোগদান করা ৮টি পরিবারের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। এ সময় ভ্যান চালক আবুল আলী লস্কর, শাহানারা বেগম (৩৫), ইয়াসিন আলী (১৮), রিয়াদুল ইসলাম (২০), রাশিদা বেগম (৩৫), সাদ্দাম মোড়ল (২৪), আজিজুল লস্কর (৩২) ও রুমকি আক্তারসহ (২৫) উভয় পক্ষের ৭জন আহত হয়।এদের মধ্যে ধারালো অস্ত্রাঘাতে গুরুতর আহত আবুল আলী লস্করকে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ আবুল আলী লস্করকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।