Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বেসিকের প্রধান শাখায় ৯ ঘণ্টা অফিস

বাংলাদেশ ব্যাংক বলছে কাম্য নয়

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

 প্রধান কার্যালয়ের সহাকারী মহাব্যবস্থাপক ও এর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের সকাল ১০টা থেকে কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিস করার এক নিদের্শনা (অফিস আদেশ) দিয়েছে বেসিক ব্যাংক। শুধু তাই নয়, নির্দিষ্ট এই সময়ের আগে কার্যালয় ছেড়ে যাবে না কর্মকর্তাদের বহন করা পুলের কোনো পরিবহনও। ফলে এইসব কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম নয় ঘণ্টা অফিস করতে হবে।
অথচ সংস্থাপন মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলা আছে, ব্যাংকে কর্মরতদের কর্মঘণ্টা হবে ৮ ঘণ্টা, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। কোনো কর্মকর্তা-কর্মচারীকে নির্দিষ্ট এ সময়ের বেশি কাজ করাতে চাইলে তাকে ‘বাধ্য করা কিংবা নির্দেশনা’ দেওয়া যাবে না। আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও নারী কর্মীদের সন্ধ্যার ৬টার মধ্যেই অফিস ত্যাগের নির্দেশনা রয়েছে। এর বাইরে নিদের্শনা দিয়ে কর্মকর্তা বা কর্মচারীকে অফিসে রাখা আইনের ব্যতয়। বাংলাদেশ ব্যাংকও বলছে, এ ধরনের অফিস আদেশ কোনোভাবে কাম্য নয়।
সম্প্রতি নিয়ম অমান্য করে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ সংক্রান্ত নির্দেশনা শীর্ষক এক অফিস আদেশে বলা হয়েছে, প্রধান কার্যালয়ে কর্মরত সকল নির্বাহী (সহকারী মহাব্যবস্থাপক ও তদুর্ধ্ব পদের কর্মকর্তা) দাফতরিক দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে নিদেনপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান করবেন। প্রধান কার্যালয়ের অন্যান্য পদের কর্মকর্তারাও কাজের প্রয়োজনে নিদেনপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত কর্মস্থলে অবস্থান করবেন। প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের বহনে নিয়োজিত পুলের পরিবহনসমূহ সন্ধ্যা ৭ টার আগে প্রধান কার্যালয় ত্যাগ করবে না।
বেসিক ব্যাংকের ওই আদেশে আরো বলা হয়েছে, ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতি আনতে শাখাসমূহকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রধান কার্যালয়ের কর্মকর্তার এই নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জারি করা হয়েছে এ আদেশ। এ বিষয়ে জানতে চাইলে বেসিক ব্যাংকের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক হাসান তানভীর বলেন, এ নির্দেশনাটি সবার জন্য নয়। শুধু প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য। যাদের কাজ থাকবে, তারা অফিসে থাকবেন। তবে, এমন কোনো নিদের্শনা দেওয়া যায় কিনা, এর কোন সদুত্তর দিতে পারেননি তিনি। বেসিক ব্যাংক এমন কোনো নির্দেশনা দিতে পারে কিনা জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এমন নির্দেশনা এর আগে কোনো ব্যাংক দিয়েছে বলে আমাদের জানা নেই। আদেশ দিয়ে এটি করা উচিত হয়নি। ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা সাধারণত ৭টা পর্যন্ত এমনিতেই ব্যাংকে অবস্থান করেন। এ জন্য অফিস আদেশের প্রয়োজন নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ