Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কারাগারে ডিভিশন চেয়ে সাঈদীর আবেদন হাইকোর্টে খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু করারাদÐপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশনাচেয়ে করা আবেদন খারিজ করেছেন দিয়েছেন হাইকার্টে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপাতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন। সাঈদীর পক্ষে করা রিট আবেদনের ওপর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষ হয় গত বুধবার। শুনানি শেষে আদালত আদেশের এ দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আদালত এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন দুই দিন এ বিষয়ে আদালতে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ আল আমীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট খারিজ হওয়ার পর আইনজীবী তানভীর বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী উচ্চমাত্রার রক্তচাপ, উচ্চ মাত্রার ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন। স¤প্রতি তাকে চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করার জন্য বললেও কারা কর্তৃপক্ষ তাকে কারাগারে ফিরিয়ে নিয়ে যায়। এই আইনজীবী বলেন, জেলকোড অনুযায়ী তিনি ডিভিশন-২ পান। কিন্তু অ্যাটর্নি জেনারেল বলছেন,সংবিধানের ৪৭ (২) ও (৩) অনুচ্ছেদ অনুসারে যুদ্ধাপরাধীদের রিট চলতে পারে না। সংবিধানে এ অনুচ্ছেদ অনুযায়ী বাধা থাকার কারণে রিটটি গ্রহণযোগ্য নয়। পরে রিটটি খারিজ করা হয়েছে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে ২৮ ফেব্রæয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সাজা কমিয়ে আমৃত্যু কারাদÐ দেন। পরে আপিলের রায় রিভিউ চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদী পৃথক আবেদন করেন। ২০১৭ সালের ১৫ মে রিভিউর রায়ে সাঈদীর আমৃত্যু কারাদÐ বহাল রাখেন আপিল বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ