Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাবনার সুজানগর পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার ,পাবনা : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

 মডেল পৌরসভা গড়ার লক্ষে নতুন কোন করারোপ ব্যতিরেকেই পাবনার সুজানগর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩৬ কোটি ৮৯ লক্ষ ৫ হাজার ২ শত ৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র আলহাজ¦মোঃ আব্দুল ওহাব। ঘোষিত বাজেটে পৌরসভার নিজস্ব সম্ভাব্য রাজস্ব আয়দেখানো হয়েছে ৪ কোটি ৯ লাখ ৫ হাজার ২শত ৪০ টাকা ও সম্ভাব্য রাজস্ব ব্যয়দেখানো হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৯৫ হাজার ৮শত ৪০ টাকা। রাজস্ব উদ্বৃত্তদেখানো হয়েছে ৩৫ লাখ ৯ হাজার ৪শত টাকা। উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৫ কোটি ৮০ লক্ষ টাকা। প্রকল্পখাতে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২৭ কোটি টাকা । উন্নয়নখাতের অর্থ পুরোটাই ব্যয় দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে পৌর মেয়র আলহাজ¦ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদের রোকন, ইউএনও সুজিৎ দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ