Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম


স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাভার সরকারী বিশ^বিদ্যালয় কলেজের ইংরেজিতে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কল্যাণ সরকার হৃদয় এর হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্লাস বন্ধ রেখে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ডেইরি সামনে ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধন থেকে এসময় শিক্ষার্থীরা অবিলম্বে বিশ^বিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাÐর মূল আসামি তাদেরই প্রধান শিক্ষক (ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়) আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান সরকারের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে খুনি শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের ষড়যন্ত্রের শিকার হন। যে কারণে তাকে হত্যা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ডেইরি ফার্ম স্কুলে এঘটনায় শিক্ষকরা ও ম্যানেজিং কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ