Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউতে কর্মশালা

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০২ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সি বøকের দ্বিতীয় তলায় জাতীয় প্রফেসর ডা. এম আর খান শ্রেণী কক্ষে প্যাডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ‘পোস্ট সেলফ এ্যাসেসমেন্ট ইমপ্রæভমেন্ট প্ল্যান’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। প্রো-ভিসি ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সাবেক প্রো-ভিসি মোহাম্মদ সহিদুল্লা, নার্সিং অনুষদের ডীন ডা. অসীম রঞ্জন বড়–য়া, শিশু অনুষদের ডীন ডা. চৌধুরী ইয়াকুব জামাল, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান ডা. এ এস এম বজলুল করিম, আইকিউএসি-এর পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ডা. কনক কান্তি বড়–য়া বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগের সমন্বিত উন্নয়নে গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার সাথে সাথে গবেষণার জন্য অধিক মনোযোগী হওয়ার আহŸান জানিয়ে বলেন, ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা ও সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ উন্নয়নমূলক চিন্তার দুয়ার খুলে দিয়েছে, আত্ম জিজ্ঞাসার সুযোগ তৈরি করে দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ