Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুরাসিক ওয়াল্ডর্ : ফলেন কিংডম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৪ এএম

জে. এ. বেয়োনা পরিচালিত সাই-ফাই অ্যাকশন/অ্যাডভেঞ্চার ফিল্ম ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’। ‘আ মনস্টার কল্স’ (২০১৬), ‘দি ইম্পসিবল’ (২০১২) এবং ‘দি অরফানেজ’ (২০০৭) বেয়োনা পরিচালিত চলচ্চিত্র।
ডাইনোসরদের তান্ডবে জুরাসিক ওয়ার্ল্ড থিম পার্ক ও লাক্সারি অবকাশ কেন্দ্র ধ্বংস হবার পর চার বছর ইজলা নুবলার দ্বীপ পরিত্যক্ত আছে। বেঁচে থাকা ডাইনোসররা দ্বীপের বনে আশ্রয় নিয়েছে। দ্বীপের সুপ্ত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের আভাস দেখা গেলে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য ওয়েন (ক্রিস প্র্যাট) আর ক্লেয়ার (ব্রাইস ড্যালাস হাওয়ার্ড) দেখা করে। তাদের ইচ্ছা রক্ষা পাওয়া ডাইনোসরদের চরম অবলুপ্তি থেকে নিরাপদ জায়গায় সরান। ওয়েন যখন জানতে পারে তার বাধ্য ভেলুসির‌্যাপ্টর বøু এখনও বেঁচে আছে সে অভিযানে উৎসাহিত হয়। দ্বীপে পৌঁছার পর যখন লাভা বর্ষণ শুরু হয় তারা নতুন আরেক ষড়যন্ত্রের সূত্র পায় যাতে পুরো বিশ্বই ধ্বংস হতে পারে।
হলিউড শীর্ষ পাঁচ
১ জুরাসিক ওয়াল্ডর্ : ফলেন কিংডম
২ ইনক্রেডিবল্স টু
৩ ওশান’স এইট
৪ ট্যাগ
৫ ডেডপুল টু

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ