Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাঙ্গণেমোর-এর নাটক দাঁড়াও জন্ম যদি তব বঙ্গ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৪ এএম

বিনোদন ডেস্ক: ১৮৭৩ সালের ২৯ জুন দুপুর দুইটায় আলিপুর দাতব্য হাসপাতালে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মারা যান। মৃত্যুর আগের এক ঘন্টায় মহাকবির মনোজগতের ভাবনার টানা-পোড়েন নিয়ে প্রাঙ্গণেমোরের ১২তম প্রযোজনা ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’। সকল কাজের বিষয়ে হেনরিয়েটাকে জানালেও এফিটাফ তথা শোকগাঁথা রচনার বিষয়ে মধুসূদন কেন হেনরিয়েটাকে জানালো না সেই প্রশ্নের উত্তরের অনুসন্ধানই নাটকটি। প্রাসঙ্গিকভাবে চরিত্র হিসাবে উপস্থিত হয় হেনরিয়েটা, বিদ্যাসাগর এবং স্বয়ং মাইকেল মধুসূদন। মাইকেল মধুসূদনের ১৪৫তম প্রয়াণ দিবসকে ঘিরে প্রাঙ্গণেমোর-এর বিশেষ আয়োজন মাইকেলের জীবনআশ্রিত নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে কবিকে স্মরণ। ২৯ জুন শুক্রবার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুÐু ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও আলোক পরিকল্পনা করেছেন আহমেদ সুজন। ‘দাঁড়াও... জন্ম যদি তব বঙ্গে’ নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, শুভেচ্ছা রহমান, আল-আভী জাহান টুুসি ও নাম ভ‚মিকায় অভিনয় করেছেন অনন্ত হিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ