Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারগাম-এ জানে আলম ও অনিমা মুক্তি গোমেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৫ এএম

বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারগাম’। প্রচার হবে আজ রাত ১১টায়। এ পর্বের গানের শিল্পী জানে আলম ও অনিমা মুক্তি গোমেজ। আফরিন অথৈ-এর উপস্থাপনায় অনুষ্ঠানে দুই শিল্পী গাইবেন জনপ্রিয় সব গান। জানে আলমের কণ্ঠে একটি গন্ধমের লাগিয়া,ইস্কুল খুইলাছেরে মওলা ইস্কুল খুইলাছে,গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান,দয়াল বাবা কেবলা কাবা,মন তুই চিনলিনারে,রসিক আমার মন বান্ধিয়া,আমার অন্তরায় আমার বাহিরায় এবং অনিমা মুক্তি গোমেজের কণ্ঠে আমার গলার হার, উজান গাঙের নাইয়া, ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ও কি গাড়িয়াল ভাই, মানুষ ভজলি মানুষ হবি গানগুলো এক অন্যরকম দ্যোতনা তৈরি করে। মনোমুগ্ধকর এ আয়োজনে যন্ত্রশিল্পী হিসেবে যারা সংগত দেবেন তারা হলেন, তবলায়-পল্লব স্যানাল, কী-বোর্ডে-রূপতনু, অক্টোপ্যাডে-মানিক, বাঁশিতে-কামরুল, লিড গীটারে-দীপন এবং বেস গীটারে-রিচার্ড কিশোর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল ইসলাম প্রধান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ